নতুন বছরের ছুটি কাটাতে ছুটছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার সাথে আছেন তার জীবনসঙ্গী বলিউড তারকা আনুশকা শর্মাও। স্বাভাবিক কারণেই দুই তারকার দিতে তাক করা ছিল পাপারাজ্জিদের ক্যামেরার চোখ।
কোহলি-আনুশকাও সেই চোখকে এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি। উল্টো ছবি তোলার পোজ দিয়ে তাদেরও জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। বলেছেন, ‘হ্যাপি হলিডে’।
২০১৭ সালে ক্রিকেটার বিরাটের সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী আনুশকা। তাদের ঘর আলো করে এসেছে কন্যা ভামিকা।
কোহলিরও আছে ব্যস্ত সূচি। খরা কাটিয়ে ক্রিকেটাঙ্গণে কোহলিও চলতি বছর ফিরেছেন দাপটে। এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সব জায়গাতেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন কোহলি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল