বৃহস্পতিবার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনেমার বেশ কিছু দৃশ্যে পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছিল ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)।
একই সঙ্গে ছবির বিতর্কিত ‘বেশরম রং’ গানটির ক্ষেত্রেও কিছু রদবদল করতে বলেছে, চেয়ারপার্সন প্রসূন যোশীর নিয়ন্ত্রণে থাকা বোর্ড। ‘পাঠান’ নিয়ে এ বারে মুখ খুললেন সেন্সরবোর্ডের সাবেক প্রধান পহলাজ নিহালনি।
পহলাজের মতে, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বিতর্কের শিকার। তার কথায়, ‘ছবি দেখে যাবতীয় পরিবর্তন করতে বলা হয়েছে। আপত্তকির দৃশ্যের ক্ষেত্রে থাকলেও, সেন্সরবোর্ডে কোনও রং বদলে ফেলার নির্দেশিকা নেই। তাই এ রকম ঘটলে সেটা অনুচিত।’ তা হলে বোর্ড কী ভাবে এই সিদ্ধান্ত নিল? এর পিছনে ‘উপর মহলের চাপ’ থাকতে পারে বলে মনে করছেন সেন্সরবোর্ডের প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ।
এই প্রসঙ্গে প্রসূনকেও এক হাত নিয়েছেন পহলাজ। তার কথায়, ‘উনি কোনও বিবৃতি দিতেই পারেন। কিন্তু বোর্ডের সঙ্গে চেয়ারপার্সনের ছবি দেখার নিয়ম নেই। ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় হতে পারে যে উপর মহলের চাপে উনি ছবিটা দেখতে বাধ্য হয়েছেন।’
বিডি প্রতিদিন/নাজমুল