বিগ বসের ঘরে নিজের সদা চনমনে হাসিখুশি স্বভাবে দর্শকের মন জিতেছিলেন শেহনাজ গিল। শুধুই স্বভাব নয়, সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্কের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন পাঞ্জাবের এই মডেল অভিনেত্রী। সালমান খানের ঘনিষ্ঠ বলেও ইন্ডাস্ট্রির অন্দরে চর্চিত শেহনাজ। ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছবির হাত ধরে বলিউডে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে শেহনাজের। কিছু দিন আগেও গুঞ্জন ছড়িয়েছিল, বলিউডের ‘ভাইজান’-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। পরে যদিও গুরু রণধাওয়ার সঙ্গে ঘনিষ্ঠতার খবর শোনা যায় তার।
সম্প্রতি শেহনাজ গিলের শো-তে দেখা যায় রাকুলপ্রীত সিংকে। অভিনেত্রীর আঙুলে হীরার আংটি দেখে উৎসুক রাকুলপ্রীত নিজেকে আর সামলাতে পারেননি। এই আংটি উপহার কি না তা অভিনেত্রীর কাছে জানতে চান রাকুলপ্রীত।
সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের পর বিভিন্ন সময় একাধিক তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় শেহনাজের। অভিনেত্রীর আঙুলে উজ্জ্বল হীরার আংটি দেখে অনেকেই ভাবেন তাহলে কি বাগদান সেরে ফেললেন নাকি অভিনেত্রী। তবে আংটিটি অনামিকা নয়, ছিল অভিনেত্রীর অন্য আঙুলে। সেটা দেখেই রাকুল জিজ্ঞেস করেন, ভুল আঙুলে আংটি পরে ফেলেছেন? এক মুহূর্ত না ভেবেই শেহনাজ বলেন, “আমি কারও সঙ্গে সম্পর্কে নেই, নিজেকে নিজেই উপহার দিই। তাই এই আঙুলেই পরেছি।”
রিয়্যালিটি শো-এর বদৌলতে রাতারাতি জীবন বদলে গেছে শেহনাজের। নামম যশ, শোক— সব কিছুই যেন দ্রুত গতিতে ঘটে গেছে তার জীবনে। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম