একসময় রাহাত ফাতেহ আলি খান, আতিফ আসলাম, আলি জাফর ও ফাওয়াদ খান থেকে মাহিরা খান ও সজল আলিরা বলিউডে কাজ করেছেন। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উরিতে হামলার পরই বদলে যায় চিত্র। পাকিস্তানি শিল্পীদের ভারতে বয়কটের ডাক দেয় ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)। খবর দ্য ওয়ালের।
এবার সাত বছর ফের ভারতের সিনেমা, ওয়েব সিরিজে দেখা যেতে পারে পাকিস্তানি তারকাদের। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বরাবরের জন্য আটকাতে চেয়েছিলেন। গত ১৭ অক্টোবর মুম্বাই হাইকোর্টের কাছে তিনি আর্জি জানান। সেই আর্জিকে অগ্রাধিকার দেয়নি উচ্চ আদালত। বরং মুম্বাই হাইকোর্ট জানিয়েছে, পাকিস্তানের শিল্পীরা এবার থেকে এদেশে এসে কাজ করতে পারবেন। সুরক্ষা এবং শান্তির কথা মাথায় রেখেই পাকিস্তানের শিল্পীদের এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই হাইকোর্ট।
উল্লেখ্য, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অনুরাগীর সংখ্যা ভারতে কম নেই। তাদের তারকারাও বলিউডে একের পর এক কাজ করেছেন। প্রশংসা কুড়িয়েছেন সকলের। তবে ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরই দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কে ছেদ ধরে। পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষে ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনও শিল্পী ভারতে কাজ করতে পারবেন না।
বিডি-প্রতিদিন/শফিক