‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ খান-কন্যা মেয়ে সুহানা খান। জয়া আখতার পরিচালিত এই ছবিতে তার অভিনয় অনেকেরই পছন্দ হয়েছে। আবার কেউ কেউ সুহানার অভিনয় নিয়ে নিন্দায় সরবও হয়েছেন। এবার প্রকাশ্যে সুহানাকে নিয়ে ঠাট্টা করলেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন!
সম্প্রতি ছবির প্রচারে সদলবলে 'কৌন বনেগা ক্রোড়পতি কেবিসি'তে হাজির হয়েছিলেন আর্চিস গ্যাংয়ের সদস্যরা। পরিচালক জয়া আখতারের পাশাপাশি এসেছিলেন সুহানা খান, বেদাঙ্গ রায়না, খুশি কাপুর ও অগ্যস্ত নন্দারা। সেখানে বিগ বি'র প্রশ্নের মুখে পড়ে রীতিমতো নাকানিচোবানি খান সুহানা। অবস্থা এমনই শোচনীয় হয়েছিল যে, নিজের বাবা শাহরুখ খান সম্পর্কেও একটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি তরুণ অভিনেত্রী।
খেলা চলাকালীন অমিতাভ তাকে জিজ্ঞাসা করেন, “পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, ইতোয়েল ডি'ওর এবং ভল্পি কাপ”- এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ খান পাননি? বেশ আত্মবিশ্বাসের সঙ্গে সুহানা উত্তর দেন- “বাবা পদ্মশ্রী পাননি।” এই উত্তর শোনার পরেই হটসিটে বসে সুহানাকে কথা শুনিয়ে দেন বিগ বি। সেই ভিডিও এখন ভাইরাল নেটমাধ্যমে।
খানিক রসিকতার সুরেই সুহানার উদ্দেশে অমিতাভ বলেন, মেয়ে তো জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে, কোন পুরস্কার পায়নি। তাহলে বাবা কি শুধু এটুকুই বলে পাঠিয়েছে- যে মানুষটা তোমার সামনে বসে থাকবেন, উনি অনেক সিনেমায় আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। তাই উনি যাতে তোমাকে সহজ প্রশ্ন করেন?
অমিতাভের কথা শুনে হেসে লুটোপুটি খান সেখানে উপস্থিত সকলেই। সুহানাও মজার ছলেই বিষয়টিকে নেন। তবে নেটিজেনরা অবশ্য সুহানাকে ছেড়ে কথা বলছে না। 'নেপোটিজম প্রোডাক্ট' বলে শাহরুখ কন্যাকে কটাক্ষ করছে সোশ্যাল মিডিয়ার একাংশ।
বিডি-প্রতিদিন/শফিক