গতকালই ৫৮ বছর পূর্ণ করেছেন বলিউড ভাইজান সালমান খান। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি বলিউড বাদশাহ।
তাই ভক্ত মনেই প্রশ্ন উঠছে, তবে কী আবার দ্বন্দ্বে জড়ালেন দুই খান? বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) শাহরুখকে মেনশন করে সালমানের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোর আবেদন জানান এক অনুরাগী। তাকে উত্তর দিয়ে শাহরুখ লেখেন, ‘আমি জানি আজ ভাইয়ের জন্মদিন। আমি তাকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছি। তবে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নয়। কারণ, এটা তো একটা ব্যক্তিগত বিষয়, তাই না!’ শাহরুখের কথা থেকে পরিষ্কার, সালমানের সঙ্গে নতুন করে কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি তাঁর।
চলতি বছরে বক্স অফিসে বলিউড ছবি হিটের মুখ দেখেছে শাহরুখ-সালমানের হাত ধরেই। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় বাদশাহোচিত প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। ছবিতে শাহরুখ অনবদ্য সত্যি, তবে কয়েক মিনিটের বিশেষ চরিত্রে নজর কেড়েছেন সালমান। বিশেষত, শাহরুখ ও সালমানের জুটিকে মুগ্ধ হয়ে দেখেছেন দর্শক। বক্স অফিস ব্যবসার অঙ্কেই মিলেছে তার প্রমাণ। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। ‘পাঠান’-এর সাফল্যের পর ‘জওয়ান’ ও ‘ডাংকি’র মাধ্যমে সাফল্যের হ্যাটট্রিক করেছেন শাহরুখ।
অন্য দিকে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সাড়া জাগিয়েছে দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার ৩’। তবে সাফল্যের নিরিখে বিচার করলে সালমানের থেকে কয়েক ধাপ এগিয়ে আছেন শাহরুখ।
বিডি প্রতিদিন/নাজমুল