ফুসফুসের ক্যানসারের মতো ভয়ানক রোগকে হারিয়ে আবারও অভিনয়ে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন তিনি, ‘পুরাতন’ ছবির মাধ্যমে।
সম্প্রতি কলকাতা ও মুম্বাইয়ে একাধিকবার যাতায়াত করেছেন ছবির প্রচারে। বয়সের ছাপ না থাকলেও, ভেতরে লুকিয়ে ছিল কঠিন এক লড়াইয়ের গল্প। সে কথা এবার সামনে আনলেন তার মেয়ে ও অভিনেত্রী সোহা আলি খান।
২০২৩ সালে জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এ প্রথমবার নিজের অসুস্থতার কথা জানান শর্মিলা ঠাকুর। কিন্তু বিস্তারিত কিছু না বলায় অনেকেই জানতেন না তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে। এবার সোহা আলি খান জানিয়েছেন, মায়ের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল একেবারে জিরো স্টেজে। ফলে কেমোথেরাপির প্রয়োজন হয়নি।
সোহা বলেন, 'আমাদের পরিবারেও এসেছে দুশ্চিন্তার সময়। মা শর্মিলা ঠাকুরের ক্যানসার ধরা পড়েছিল জিরো স্টেজে। কেমো ছাড়াই তিনি সুস্থ হয়ে ওঠেন। শরীর থেকে আক্রান্ত অংশ কেটে বাদ দেওয়া হয়। এখন মা সম্পূর্ণ সুস্থ।'
শর্মিলার অসুস্থতার সময় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে কাজ করার জন্য। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তখন তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
বর্তমানে সম্পূর্ণ সুস্থ শর্মিলা ঠাকুর আবারও ফিরেছেন নিজের মাতৃভাষার সিনেমায়। ‘পুরাতন’ ছবির মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর তাকে দেখা যাবে বাংলা রূপালী পর্দায়। বয়সের ভার থাকলেও অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসেই পর্দা কাঁপাতে প্রস্তুত তিনি।
বিডি প্রতিদিন/মুসা