২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘কাফির’-এ এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা। চলচ্চিত্রের একটা অংশে ওই নারী ভুলবশত পার হয়ে আসেন পাকিস্তান-ভারত সীমান্ত, এরপর তাঁকে জঙ্গি সন্দেহে ভারতে আটক করা হয়। জানা গেছে, সিরিজটি এবার চলচ্চিত্ররূপে মুক্তি পাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া মির্জা সিরিজের ধর্ষণের একটি দৃশ্য নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
দিয়া বলেন, “মনে আছে ধর্ষণের দৃশ্য ধারণের কথা। খুবই কঠিন ছিল এমন দৃশ্যে অভিনয় করা। দৃশ্যটি শেষ হওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল, বমি করেছিলাম। শারীরিক এবং মানসিকভাবে সেই দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। ”
এই ছবির বেশিরভাগ দৃশ্যের ধারণ করা হয় হিমাচল প্রদেশে। দিয়ার ভাষ্য, “আমরা ৩৬০ পৃষ্ঠার চিত্রনাট্যর কাজ শেষ করেছি মাত্র ৪৫ দিনে। তাই প্রতিদিন ১৫-১৮ মিনিটের বিরতি মিলত মাত্র। পুরো শুটিং কঠিন ছিল, কিন্তু এই ধরনের গল্প সচরাচর বলা হয় না বলেই আমাদের কাছে এটি একটি জয়।”
দিয়া আরও জানান, ছবির দৃশ্যগুলো এতটাই বাস্তব ছিল যে, নিজেকে বারবার ধর্ষিতার জায়গায় কল্পনা করে নিতে হয়েছিল, যার প্রভাব পড়েছিল মনেও।
বিডি প্রতিদিন/আশিক