সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র এ আর রহমান। সম্প্রতি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালক। অভিজিৎ অভিযোগ করেছিলেন, এ আর রহমান আজকাল সঙ্গীত তৈরির জন্য পুরনো ঘরানার মিউজিশিয়ানদের বাদ দিয়ে বেশি করে কম্পিউটার নির্ভর প্রযুক্তি ব্যবহার করছেন।
এই প্রসঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে রহমান খুবই শান্ত ও সংযতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘সব দোষ আমার ঘাড়ে চাপানোটা বেশ সুবিধাজনক, তাই না? আমি এখনো অভিজিৎকে ভালোবাসি, ওর জন্য কেক পাঠাতে পারি। ওর নিজের একটা মত আছে, এবং মত থাকা দোষের কিছু নয়।’
এ আর রহমান জানান, তিনি বরাবরই প্রকৃত মিউজিশিয়ানদের সঙ্গেই কাজ করতে ভালোবাসেন, এবং তার সঙ্গীত প্রজেক্টগুলোতে বিপুল সংখ্যক শিল্পী যুক্তও থাকেন। উদাহরণস্বরূপ তিনি জানান, ‘সম্প্রতি আমি দুবাইতে ৬০ জন মহিলা মিউজিশিয়ান নিয়ে একটি অর্কেস্ট্রা গড়েছি। তাঁদের নিয়মিত বেতন, স্বাস্থ্য বীমা, এবং অন্যান্য সুবিধাও দেওয়া হচ্ছে। আমি যেই সিনেমায় কাজ করি, যেমন ‘ছাভা’ বা ‘পন্নিয়িন সেলভান’, প্রতিটি প্রজেক্টেই প্রায় ২০০ থেকে ৩০০ সঙ্গীতশিল্পী কাজ করেন। এমনও হয়, একটি গানেই শতাধিক মানুষ যুক্ত থাকেন। কিন্তু আমি সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাই না, তাই কারও চোখে পড়ে না।’
বিডি প্রতিদিন/আশিক