ডোনাল্ড ট্রাম্প সৃষ্ট বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব কমাতে মার্কিন পণ্য আমদানি শুল্ক যুক্তিসংগত করাসহ বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কারোপ করেন ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। এতে আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে গুনতে হবে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক। যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। ফলে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যালস রপ্তানি-কারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে রপ্তানিতে শুল্ক যৌক্তিকীকরণের কাজ শুরু করেছে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সব মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এনবিআর এবং বিডার একটি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে। কৃষিপণ্য, কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতিসহ এসব পণ্যে বর্তমানে ২৬ দশমিক ২ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। কর্মকর্তারা আনুমানিক হিসাব করে বলেছেন, বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর গড় শুল্ক ৬ শতাংশ। আমেরিকা থেকে আমদানি করা প্রধান পণ্য হলো তুলা, স্ক্র্যাপ এবং উড়োজাহাজের মেশিন, যেগুলো বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই করমুক্ত। বাংলাদেশ মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের গাড়িও আমদানি করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হতে পারে বলেও জানিয়েছেন একজন কাস্টমস কর্মকর্তা। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ একটি দেশের জন্য কোনো পণ্যের ওপর কর কমাতে পারবে না। তিনি আরও বলেন, যদি আমরা কর কমিয়ে দেই, তাহলে সব দেশের জন্য তা কমাতে হবে। এনবিআর মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি প্রধান বিষয় হলো আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি পণ্য পোশাকের একক বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক-কর কমানোর বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কী করা যেতে পারে, তা চিন্তা করা হচ্ছে।
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
মার্কিন পণ্যে যেভাবে শুল্ক যুক্তিসংগত করবে বাংলাদেশ
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর