জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দিয়েছে গণঅধিকার পরিষদ ও ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।
গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেন সংশ্লিষ্ট দলের প্রতিনিধিরা।
বিকল্পধারা মহাসচিব শাহ আহমেদ বাদল তাঁদের প্রস্তাব সম্পর্কে জানান, কমিশনের প্রস্তাবসমূহের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহের সঙ্গে সম্পূর্ণ একমত তাঁরা। তিনি বলেন, ‘শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবের মধ্যে পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করেছি।’ গণঅধিকার পরিষদের পক্ষে আবু হানিফ বলেন, ‘আমরা কমিশনের দেওয়া প্রস্তাবের মধ্যে ৯০ ভাগের সঙ্গে একমত। বাকি ১০ ভাগে দ্বিমত ও আংশিক একমত হয়েছি।’
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি এ কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে তা রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনা করেছে কমিশন।