ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার মোড় হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়।
র্যালি শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিশ্বের কোথাও মুসলমানদের ওপর অত্যাচার হলেই প্রতিবাদ করবে এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে বিএনপি। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের ওপর নির্যাতন করছে, এক এক করে সব মুসলমানের ওপর নির্যাতন করবে, ধ্বংস করার চেষ্টা করবে। আজ যারা বিশ্বের মুসলিম মোড়ল আছে, তারা তাদের রাজত্ব টিকে রাখতে নেতৃত্বে আসছে না, এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না তাদের প্রতি ধ্বংস নেমে আসবে। তিনি বলেন, আমরা যদি কার্যকর পদক্ষেপ না নিতে পারি তবে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। আমরাও প্রতিহত করার চেষ্টা করব। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, দলের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। র্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশালসহ সারা দেশে সব মহানগরীতে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিএনপি। বিএনপির নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের নির্মম হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান।