ভারতে বসবাসরত মুসলমানদের গরুর মাংস নিয়ে মন্তব্যের প্রেক্ষাপটে হরিয়ানার মুখ্যমন্ত্রীসহ ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতাকে তলব করেছেন দলটির প্রেসিডেন্ট অমিত শাহ। এদের মধ্যে আছেন হরিয়ানার মুথ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার, কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা, এমএলএ সঙ্গীত সম [রাজ্যসভার সদস্য], লোকসভার সদস্য সাক্ষী মহারাজ। সেইসঙ্গে গরুর মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দিয়েছেন অমিত শাহ। উক্ত নেতাদের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এরই প্রেক্ষিতে নেতাদেরকে তলব ও সতর্কবার্তা দিলেন বিজেপির প্রধান। দলটির সূত্র একথা জানিয়েছে। খবর পিটিঅাই'র
সম্প্রতি এক সাক্ষাতকারে হরিয়ানার মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে মুসলমানরা গরুৃর মাংস খাওয়া ত্যাগ করলেই কেবল ভারতে বসবাস করতে পারবে। নয়তো তাদেরকে ভারত ছাড়তে হবে। তার এ মন্তব্যে দেশজুড়ে তোলপাড় উঠে। আর এমএলএ সঙ্গীত সমের বিরুদ্ধে মুজাফফরনগরের দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ