দুই টন কেপ্টাগন পিলসহ আবদেল মহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ নামে এক সৌদি যুবরাজ এবং তার চার সহযোগীকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী।
সোমবার (২৬ অক্টোবর) বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সংবাদ মাধ্যমগুলো জানায়, কেপ্টাগন পিলের পাশাপাশি ওই যুবরাজ কিছু কোকেনও পাচার করার চেষ্টা করেন।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মাদকদ্রব্যগুলো ওই যুবরাজের ব্যক্তিগত উড়োজাহাজে তোলার সময় জব্দ করা হয়।
আটক পাঁচজনকে বিমানবন্দরে লেবাননের কাস্টমস কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ