ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সিরিজ হামলার পর থেকে নিউইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্ব সতর্কতার জন্যই এমন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নিউইয়র্ক পুলিশ বিভাগ বলছে, যেসব এলাকায় পর্যটকদের যাতায়াত রয়েছে সেসব স্থান এবং ম্যানহাটনে ফরাসি কনস্যুলেটে কাউন্টার টেররিজম রেসপন্স কমান্ড ও অন্যান্য স্পেশাল ইউনিটের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, প্যারিসে নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে রাতে ফরাসি পতাকার রঙের আদলে নিউ=ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং এক সময়ের টুইন টাওয়ারের জায়গায় থাকা টাওয়ারে নীল, সাদা ও লাল আলোয় আলোকিত করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব