ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে শুক্রবার সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলাস্থলগুলোর মধ্যে বাতাক্লঁ কনসার্ট সেন্টার অন্যতম। শুধু এই কনসার্ট হলেই নিহত হয়েছেন ৮৯ জন। যে সময়টিতে হামলা চালানো হয়, তখন সেখানে মার্কিন হেভি মেটাল ব্যান্ড ইগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করছিল। গান শুনতে হাজির হয়েছিলেন সহস্রাধিক মানুষ। এমন সময় শুরু হয় উপর্যুপরি গুলি। একের পর এক মানুষ লুটিয়ে পড়তে থাকে মাটিতে। আর এ দৃশ্যটি পাশের অ্যাপার্টমেন্ট ভবন থেকে নিজের মুঠোফোনে ধারণ করেন সাংবাদিক ড্যানিয়েল সেন্নি।
বাতাক্লঁ সেন্টারের পাশের অ্যাপার্টমেন্টে ভবনে নিজের ঘরে বসে তখন টেলিভিশন দেখছিলেন বিখ্যাত ফরাসি দৈনিক লা মন্ডির সাংবাদিক ড্যানিয়েল সেন্নি। গুলির আওয়াজ শুনে তিনি প্রথমে ভেবেছিলেন বোধ হয় আতশবাজি পোড়ানো হচ্ছে। এক পর্যায়ে কৌতূহলি হয়ে জানালার কাছে আসতেই তিনি দেখেন ভয়াবহ চিত্র। রক্তাক্ত অবস্থায় অনেকে বাতাক্লঁ সেন্টারের জরুরি বর্হিগমন দিয়ে বের হয়ে যাচ্ছে। বন্ধুদের কাঁধে ভর দিয়ে আহতরা দ্রুত ভবনটি থেকে বের হয়ে যাচ্ছে। এ সময় এক নারী স্রেফ তার হাতের আঙুলের ওপর ভর করে বাতাক্লঁ সেন্টারের দোতলায় জানালা ধরে ঝুলেছিলেন। নিজের সঙ্গে থাকা মোবাইল ফোনে এসব দৃশ্য ক্যামেরাবন্দী করেন ড্যানিয়েল।
এক পর্যায়ে আহতদের বের হতে সহায়তা করতে ড্যানিয়েল ছুটে যান ঘটনাস্থলে। এ সময় একটি গুলি তার কাঁধেও বিদ্ধ হয়। পরবর্তীতে ড্যানিয়েলের ওই ভিডিওটি অনলাইনে আপলোড করা হয়।
ভিডিও:
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ