প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও এর সব আয়োজন সিরিয়ায় সম্পন্ন করা হয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল। ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশে আরো সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে বলেও কর্তৃপক্ষ মনে করছে বলে তিনি দাবি করেন। সেইসঙ্গে আইএস কর্তৃক প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আজ সোমবার দিনের শুরুতেই ফ্রান্সজুড়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ১৫০টি মতো অভিযান পরিচালিত হয়েছে বলেও মি. ভাল জানান। খবর বিবিসির
প্যারিসজুড়ে রেস্তোরাঁ, বার, কনসার্ট হল ও ফুটবল স্টেডিয়ামসহ ৬টি স্থানে গত শুক্রবারের সন্ত্রাসী হামলায় ১২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। এ ঘটনায় ইতোমধ্যে আলজেরিয়ান বংশোদ্ভূত তরুণ ওমর ইসমাইল মোস্তাফেসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগীদের খোঁজে অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ