সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট 'ফেডারেল ন্যাশনাল কাউন্সিল'র প্রথম নারী স্পিকার হয়েছেন আমাল আল কুবাইসি। গতকাল এ পদে কুবাইসিকে নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। শুধু ইউএই'র নয়, পুরো আরব বিশ্বের-ই প্রথম নারী স্পিকার তিনি।
চলতি বছরের অক্টোবরে আরব আমিরাতের ৭৯ হাজার ভোটার ৪০ সদস্যবিশিষ্ট এফএনসির ২০ সদস্যকে নির্বাচিত করেন। বাকিরা দেশটির অন্যান্য প্রদেশের ইলেকটোরাল কলেজের প্রতিনিধি হিসেবে মনোনীত হন।
আরব বিশ্বের প্রথম নারী স্পিকার হওয়ায় নিজেকে গর্বিত বোধ করছেন বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন আল কুবাইসি।
উল্লেখ্য, ২০০৬ সালে কাউন্সিলের প্রথম নারী সদস্য মনোনীত হয়েছিলেন কুবাইসি। ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী কুবাইসি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ