পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রেডিসন ব্লু হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা ১৭০ জনকে জিম্মি করে। বিশেষ বাহিনীর অভিযানে বেঁচে থাকা জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এ সময় দুই হামলাকারিও নিহত হয়েছে।- রয়টার্স
খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে চালানো ওই হামলায় সত্যিকার অর্থে কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। কারণ হামলার সময় হোটেলটিতে ১৭০ জন লোক ছিল। এদের অনেকেই বিদেশি নাগরিক।
বন্দুকধারীরা র্যাডিসন ব্লু নামের ওই হোটেলে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। এরপর হত্যাকাণ্ড চালায়। তারা অন্তত ২৫ জিম্মিকে গুলি করে হত্যা করে। জাতিসংঘের এক কর্মকর্তা নাম প্রকাশ করে রয়টার্সকে বলেছেন, তারা প্রাথমিকভাবে ২৭টি লাশ হিসাব করেছেন।
সাবেক ফরাসি কলোনি মালিতে দীর্ঘদিন থেকে নানা হামলা চালিয়েছে আসছে নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন বোকো হারাম। তবে সর্বশেষ হামলার ব্যাপারে আলকায়েদা সংশ্লিষ্ট আল মুরাবিতুন নামের একটি গ্রুপ দায় স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ