জঙ্গি সংগঠন আইএস'র অর্থের অন্যতম একটি অংশ আসে তেল বিক্রি থেকে। প্রতিদিন বিশ্ববাজারে ৪০ হাজার ব্যারেল তেল বিক্রি করে সংগঠনটি।
সিরিয়া এবং ইরাকের বিভিন্ন তেলের খনি দখল করে রেখেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস। সেখান থেকে বাইরের বাজারে ৪০ হাজার ব্যারেল তেল বিক্রি করছে তারা। বিভিন্ন খনি থেকে প্রতিদিন শতশত ট্রাক তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে আইএস। কিছুটা কম দামে বিক্রি করায় ক্রেতাদেরও লাইন পড়ে তাদের তেল কিনতে। এভাবে বছরে তারা ৩২ কোটি ইউরো থেকেও বেশি উপার্জন করছে শুধু তেল বিক্রি থেকে।
তেলের ব্যবসা ছাড়াও বিদ্যুৎ কেন্দ্র, অপহরণ ও বিভিন্ন অমূল্য পুরাতাত্ত্বিক সামগ্রীর চোরাচালান থেকে প্রচুর আয় করছে বর্তমানে বিশ্বের অন্যতম এই সন্ত্রাসবাদী গোষ্ঠী৷ এবং মজার বিষয় হচ্ছে যাদেরকে আইএস শত্রু বলে ঘোষণা দিচ্ছে তাদের কাছেই কমমূল্যে তেল বিক্রি করছে সংগঠনটি।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ