আফগানিস্তানের জাবুল প্রদেশে কমপক্ষে ১৪ বাসযাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। অপহৃতরা হাজারা উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছে। ১০ দিন আগে জঙ্গিরা একই প্রদেশে সাতজন হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে খুন করে। এ ঘটনায় রাজধানী কাবুলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এ ঘটনার ১০ দিন যেতে না যেতেই অপহরণের এ ঘটনা ঘটলো। জাবুল প্রদেশের পুলিশ প্রধান মিরওয়াইস নূরজাই একথা জানিয়েছেন। খবর রয়টার্সের
জাবুলের পুলিশ প্রধান জানান, কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের মধ্যবর্তী প্রধান সড়কে অজ্ঞাত বন্দুকধারীরা তিনটি রাত্রিকালীন বাস থামিয়ে ১৪ জনকে অপহরণ করে নিয়ে যায়। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। একটি বাস কোম্পানির ম্যানেজার ও প্রদেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ