মালির রাজধানী বামাকোয় গতকাল পাঁচতারকা একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে চীনের একটি সরকারি প্রতিষ্ঠানের ৩ জন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। ওই তিনজন দ্য চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা ছিলেন। কোম্পানিটি এক বিবৃতিতে আজ একথা জানিয়েছে। তিন কর্মকর্তার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে এ ব্যাপারে আরো তৎপর হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চায়না সেন্ট্রাল টিভি [সিসিটিভি] শি'র বরাত দিয়ে আজ একথা জানায়। খবর পিটিআই'র
কয়েকজন বন্দুকধারী গতকাল সকালে বামাকোয় অবস্থিত লাক্সারি হোটেল রেডিসন ব্লুতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অস্ত্রের মুখে তারা ওই হোটেলটিতে অবস্থানকারী ও স্টাফসহ ১৭০ জনকে ব্যক্তিকে জিম্মি করে। এদের মধ্যে ১৪০ জন হোটেলটির ক্লায়েন্ট ও ৩০ জন স্টাফ। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের লড়াইয়ে বন্দুকধারীসহ মোট ২৭ জনের মৃত্যু হয়।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের তিন কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নিহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তায় তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আরো বেশি সক্রিয় হতে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বন্ধে অারো বেশি কর্মতৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/শরীফ