বেলজিয়ামে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন সে দেশের নিরাপত্তা কর্মকর্তারা। বিবিসি বলেছে, প্যারিস হামলার ঘটনায় পলাতক সন্দেহভাজন সালাহ আব্দেসালামের সন্ধানে সে দেশের সেনাবাহিনী ব্রাসেলসের রাস্তায় টহল জোরদার করেছে। তার কাছে অস্ত্র ও কোমরে বাঁধা বেল্টে সুইসাইড বোমা রয়েছে বলে ধারনা করছে ব্রাসেলস কর্তৃপক্ষ।
হামলার ভয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি'র খবরে আরো বলা হয়, সালাহ আব্দেসালাম কিছুদিন আগে ব্রাসেলসে ছিলেন এবং সিরিয়া যাবার চেষ্টা করছিলেন।
তার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে এমন দাবি করে এর আগে বেলজিয়াম প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছিলেন, অস্ত্র ও বিস্ফোরকসহ কিছু দুস্কৃতিকারী শহরের বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছে।
এদিকে আব্দেসালামের এক আইনজীবী জানিয়েছেন, তিনি একটি লম্বা জ্যাকেট পরিহিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন এবং সবসময় নিজেকে উৎসর্গের জন্যে প্রস্তুত হয়ে রয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ