ভারত শাসিত জম্মু-কাশ্মীরের কাটরাতে হেলিকপ্টার ভেঙে সাতজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও আছেন। সোমবার দুপুরের দিকে বেসরকারি সংস্থার (হিমালয়ান হেলি সার্ভিস) ওই হেলিকপ্টারটি যখন বৈষ্ণোদেবি মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে সাঞ্জিছট ফিরছিল সেসময়ই সেটি ভেঙে পড়ে। নিহতরা সকলেই পুণ্যার্থী বলে জানা গেছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস, রাজ্য পুলিশ এবং বিমানবাহিনীর কর্তারা।
জম্মুর আইজিপি দানিশ রানা জানিয়েছেন এদিন দুপুর ১২.৩০ মিনিট নাগাদ হেলিকপ্টারটি মাটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। হেলিকপ্টারের সব যাত্রীরাই নিহত হয়েছেন। যদিও ভেঙে পড়ার সময় ওই জায়গায় কোন ব্যক্তি ছিলেন না বলে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই’। একজন নারী পাইলট দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা