ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘন ঘন বিদেশ যাত্রা নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সোমবার উত্তর প্রদেশের শাহারনপুরে কৃষকদের সমাবেশ থেকে তাদের উদ্যেশ্য করে রাহুল বলেন, ‘ইংল্যান্ড সফরে গিয়ে ‘আচ্ছে দিন’ (ভাল দিন) নিয়ে অনেক বড়বড় কথা বলেছেন নরেন্দ্র মোদি, কিন্তু রাহুল গান্ধী কৃষকদেরকে সঙ্গে নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছে, কৃষকদের ‘আচ্ছে দিন’ ফেরানোর জন্য লড়াই করছে। প্রধানমন্ত্রী যেখানে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন সেখানে আমি আপনাদের সঙ্গে আছি’।
মোদির বিদেশ যাত্রা নিয়ে সমালোচনা করে রাহুল বলেন, ‘দেশের প্রতিটি মানুষই প্রধানমন্ত্রীর ‘আচ্ছে দিন’ নিয়ে কথা বলছে এবং হাসাহাসি করছে। অথচ তিনি (মোদি) কখনও লন্ডন, কখনও যুক্তরাষ্ট্র আবার কখনও মালয়েশিয়াতে সময় কাটাচ্ছেন’। রাহুল জানান ‘কংগ্রেসের আচ্ছে দিন তখনই আসবে যখন কৃষকরা তাদের ‘আচ্ছে দিন’এর সুফল পাবেন।
সমাবেশের পর কৃষকদের সঙ্গে একটি পদযাত্রায়ও সামিল হন কংগ্রেস সহ সভাপতি। গত কয়েকমাস বর্ষণ না হওয়ার কারণে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ রাজ্য সরকার অর্ধশতাধিক জেলায় খরা ঘোষনা করেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা রাজ্যটির মধ্য, পূর্ব এবং বুন্দেলখন্দ জেলায়। খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ কৃষক।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা