তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলে ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন।
স্থানীয় সাংবাদিক আইমান আবদের রহমান আল জাজিরা বলেন, বোমা হামলার পর বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্য ওই এলাকাটি ঘিরে রেখেছে। তিনি আরও বলেন, শহরের কেন্দ্রস্থলের এ জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর লোকজনের সমাগম থাকে। পাশেই আবাসিক এলাকা। ঘটনার পর লোকজন খুব চিৎকার করছে। কারণ এরকম এলাকায় এই প্রথম বোমা হামলার ঘটনা ঘটল।
তবে কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এর দায়ও স্বীকার করেনি কেউ। তবে হামলার জন্য প্রাথমিকভাবে জঙ্গি সংগঠন আল কায়েদার স্থানীয় শাখা অকবা ইবন নাফাকে দায়ী করা হচ্ছে।
এর আগেও দেশটিতে চলতি বছর দুটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছিল। জুনে সমুদ্রসৈকতের একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ৩৫ বিদেশি পর্যটক নিহত হয়। মার্চে অপর হামলায় বার্দো জাদুঘরে ২২ পর্যটক নিহত হয়। উভয় হামলার দায় স্বীকার করেছিল ইসলামী স্টেট (আইএস)।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব