ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমানের তঙ্গধারে ভারতীয় সেনা শিবিরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ৩/৪ অস্ত্রধারী এ হামলা চালায়। খবর এনডিটিভির।
সেনা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ৩-৪ অস্ত্রধারীর একটি দল গুরুত্বপূর্ণ সীমানার (লাইন অব কন্ট্রোল) কাছে অবস্থিত ওই শিবিরটিতে হামলা চালায়। অস্ত্রধারীরা গুলি চালানো শুরু করে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
এতে সেনাবাহিনীর এক তেলের ডিপোতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৫/মাহবুব