সিরিয়া-তুরস্কের সীমান্তে রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার ঘটনায় তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল পল ভ্যালি। তিনি বলেন, 'সিরিয়া সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে তুরস্ক নিজেকে ন্যাটোর প্রভাবশালী সদস্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।'
গত ২৪ নভেম্বর রুশ ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। এতে বিমানটির দুই পাইলট-ই প্যারাসুট দিয়ে বিমানটি থেকে নিরাপদে বের হতে পারলেও ভূমি থেকে তুর্কমেন বিদ্রোহীদের গুলিতে একজনের মৃত্যু হয়। আর অপর পাইলটকে রুশ ও সিরিয়ার সেনা সদস্যরা জীবিত উদ্ধার করে। এ ঘটনায় দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া ইতোমধ্যে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উপকূলবর্তী লাতাকিয়াস্থ তাদের বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্রবিরোধী অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে। সেইসঙ্গে সিরিয়ার ভূমধ্যসাগরের উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোরও নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
মার্কিন ওই জেনারেল বলেন, 'তুরস্ক এখন ন্যাটো জোটের জন্য দায় হয়ে দেখা দিয়েছে। এছাড়া, বিমান ভূপাতিত করার মধ্যদিয়ে জোটের অন্য সদস্যদের জন্য নানাভাবে সমস্যা তৈরি করেছে।
জেনারেল ভ্যালি বলেন, 'আমি মনে করি ন্যাটোর যদি কোনো দৃঢ়তা থাকে তাহলে অবশ্যই জোট থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত কারণ তারা সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস'র বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম সহযোগিতা করছে না। তুরস্ক শুধু চায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে সিরিয়ায় অন্য একটি সরকার প্রতিষ্ঠা করতে।' রাশিয়ার আরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জেনারেল ভ্যালি ভিয়েতনাম যুদ্ধে যোগ দিয়েছিলেন এবং প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে ১৯৯৩ সালে অবসর নেন। তিনি বলেন, 'একতরফা যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে তুরস্ক ন্যাটোকে এ বার্তা দিয়েছে যে, জোটের একজন সদস্য হওয়া সত্ত্বেও প্রয়োজনের সময় নিজের স্বার্থ দেখার ক্ষেত্রে তারা বিরত থাকবে না। তুরস্ককে তিনি ন্যাটো জোটের জন্য অভ্যন্তরীণ হুমকি বলেও উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ