নাইজেরিয়ার কানো শহরে গত শুক্রবার শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে।
দ্য ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার সমর্থকরা কানো থেকে জারিয়া মার্চ করে হেঁটে যাওয়ার পথে দাকাসয়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আশুরার ৪০তম দিন উপলক্ষ্যে ওই শোভাযাত্রা বের করা হয়।
শিয়া নেতা মুহাম্মাদ তুরি বলেন ২১ জন মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
শোভাযাত্রার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দুই ব্যক্তি এ হামলা পরিচালনা করে। এর মধ্যে একজনকে আটকে ফেলে উপস্থিত জনতা। আটক ব্যক্তি জানিয়েছে, বোকো হারামের পক্ষ থেকে তাকে হামলার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ কমিশনার মুহাম্মাদ মুসা কাতসিনা বলেন, “মহাসড়কের পাশে একটি এলাকায় হামলাটি চালানো হয়।[...] বোমাটি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দিয়ে তৈরি করা হয়েছিল।”
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/এস আহমেদ