নাইজেরিয়ায় গতকাল শিয়া মুসলিমদের এক সমাবেশে অাত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে দেশটির ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ওই হামলাকারীর ছবি ও পরিচয় প্রকাশ করেছে গোষ্ঠীটি। ওই আত্মঘাতী হামলাকারীর নাম আবু সুলেইমান আল আনসারি। সেইসঙ্গে নাইজেরিয়ায় আরো হামলা চালানোর হুমকি দিয়েছে বোকো হারাম। খবর পিটিঅাই'র
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানোর নিকটে গতকাল এ অাত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২১ শিয়া মুসলমানের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/শরীফ