আইএস দমনে পুরোদস্তুর নেমে পড়েছেন 'জন র্যাম্বো'। এ পর্যন্ত দেড় হাজারের বেশি আইএস জঙ্গি খতম করেছেন একা হাতে। ইরাকে প্রায় 'কাল্ট ফিগার'-এ পরিণত আবু আজরায়েল। একের পর এক ফেসবুক পেজ তৈরি হয়েছে তাঁর নামে। কিন্তু সেই সব নিয়ে তাঁর ভাবার সময় কোথায়? তিনি ব্যস্ত আইএস জঙ্গি নিধনে।
আচমকা দেখলে র্যাম্বোর কথা মনে হওয়াই স্বাভাবিক। গোটা শরীর মোড়া বিবিধ অস্ত্রে। এবং সব ক’টি অস্ত্র চালনাতেই তুমুল দক্ষ এই আবু আজরায়েল। ইরাকে আইএস-এর বিরুদ্ধে যে 'ইমাম আলি ব্রিগেড' লড়াই চালাচ্ছে, তারই সদস্য আবু।
ইরাকের সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে একাধিক পেজ তৈরি হয়ে গেছে। বহু তরুণ-যুবা তাঁর কায়দায় চুল ছাঁটতে শুরু করেছেন। এমনকী ট্যাটু বা চুলের ছাঁটে তাঁর নাম পর্যন্ত লিখে ফেলেছেন।
ভিডিও:
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ রাসেল/এস আহমেদ