নিখোঁজের পর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭ বিমানটির খোঁজ পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী অস্ট্রেলিয়ান কর্মকর্তারা। বিমানটির খোঁজে এখন ভারত মহাসাগরের ঠিক জায়গাতেই অপারেশন চলছে বলে তারা জানিয়েছেন। বিমানটির অনুসন্ধান অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রুস জানিয়েছেন। খবর বিবিসির
গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের প্রায় ১ ঘণ্টা পরই নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ ৩৭০। বিমানটিতে ১২জন ক্রুসহ মোট আরোহী ছিলেন ২৩৯ জন। যাত্রীদের বেশিরভাগ-ই ছিলেন চীনা নাগরিক।
অস্ট্রেলিয়ার নেতৃত্ব একটি বহুজাতিক দল বর্তমানে দেশটির পার্থ উপকূলের প্রায় ২ হাজার কিলোমিটার অদূরে দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় বিমানটির খোঁজে অভিযান পরিচালনা করছে। অভিযানে পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন ও জাহাজ থেকে মোতায়েন করা শব্দ ধরতে সক্ষম যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
বিমানটির ব্যাপারে প্রাপ্ত স্যাটেলাইট তথ্যের নতুন বিশ্লেষণে দেখা গেছে, ফ্লাইট এমএইচ ৩৭০ বিমানটির ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় প্রান্তে থাকার সম্ভাবনাই বেশি। এখন সেখানেই অভিযান পরিচালিত হবে। ২০১৬ সালের জুন নাগাদ এ অভিযানের সমাপ্তি ঘটার কথা রয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ড্যারেন চেস্টার সাংবাদিকদের বলেন, 'আমাদের উচ্চ মাত্রার আত্মবিশ্বাস আছে যে আমরা সঠিক স্থানেই অভিযান চালাচ্ছি।'
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ