অবশেষে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করল ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাজানো ফটো টুইট করে পিআইবি। ছবিটিতে দেখা যাচ্ছিল হেলিকপ্টারের গোল জানালা দিয়ে বন্যা বিধ্বস্ত চেন্নাইয়ের অবস্থা দেখছেন মোদি। কিছু দিন আগেই প্রায় একই রকম একটি ছবি পোস্ট করে পিআইবি। পার্থক্য শুধু বন্যাকবলিত চেন্নাইয়ের বদলে জানলার বাইরে ধোঁয়া ধোঁয়া আকাশ। তাই মোদির ছবিটি যে ফটোশপের কারসাজি, তা বোঝার পর ব্যঙ্গ-বিদ্রুপে ভরে ওঠে পিআইবি-র অফিসিয়াল অ্যাকাউন্ট।
বেকায়দায় পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হয় পিআইবি। পরে এক বিবৃতিতে পিআইবি জানায়, ‘... প্রকাশিত একটি ছবি দুটি ছবিকে মিলিয়ে তৈরি করা হয়েছে ফটোশপের মাধ্যমে। এটা বোঝার ভুলের জন্য হয়েছে। পিআইবি এর জন্য দুঃখপ্রকাশ করছে।’
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা