মধ্য এশিয়ার তাজিকিস্তানে আজ সোমবার রিখটার স্কেলে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি অংশে অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীরের কিছু এলাকা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভারতের কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের
এদিকে, তাজিকিস্তানে এ ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানিয়েছে।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ