ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পালিত কুকুর কাইয়া দুইজন দর্শনার্থীকে কামড়ে আহত করেছে। তাদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন।
নেতানিয়াহুর বাসভবনে ইহুদি উৎসব হানুকা উদযাপনে মোমবাতি প্রজ্জ্বলনের সময় এই অনভিপ্রেত কাণ্ড ঘটেছে। খবর বিবিসির।
আইনপ্রণেতা শ্যারন হাস্কেল এবং উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হতাবলির স্বামীকে নেতানিয়াহুর কুকুর কামড় দেয়।
চলতি বছরের শুরুর দিকে নেতানিয়াহুর ছেলে কুকুরটি বাড়িতে নিয়ে আসেন। আগস্টে নেতানিয়াহু কুকুরটির সঙ্গে তোলা ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ