দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই সদস্যরা। এ সময় তারা কার্যালয়টি সিলগালা করে দেন ।
সকালে সিবিআই সদস্যরা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের অফিসের পাশে প্রিন্সিপাল সেক্রেটারির অফিসে তল্লাশি করেন। এরপর সেই অফিস সিল করে দিয়ে আসেন।
এতে বেজায় রেগে গিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী। ঘটনার পরপরই ট্যুইট করে কেজরিওয়াল লেখেন, 'রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছেন না মোদি সরকার। এতটাই কাপুরুষ যে, তিনি এভাবে অফিস সিল করে দিচ্ছে।'
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।