মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের একটি সোনা ও জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক মানুষ। শনিবার এ ধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা