দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর বিরুদ্ধে এবার সেক্স র্যাকেটের অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ মঙ্গলবার ভারতের বেসরকারি টিভি চ্যানেল (এনডি টিভি)-কে দেওয়া এক সাক্ষাতকারে ডিডিসিএ-এর এক কর্মকর্তার বিরুদ্ধে ক্রিকেটারকে দলে জায়গা দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ আনলেন কেজরিওয়াল।
কেজরিওয়াল বলেন ‘দিল্লির এক সিনিয়র সাংবাদিক আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে তাঁর ছেলেকে দিল্লি ক্রিকেট টিমে জায়গা করে দেওয়ার পরিবর্তে তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব (যৌন সম্পর্কে লিপ্ত হওয়া) দেওয়া হয়েছিল’। যদিও কেজরিওয়াল ওই সাংবাদিকদের নাম প্রকাশ্যে আনেন নি এবং এর স্পপক্ষে কোন প্রমাণপত্রও দেখান নি। যদিও সেই সাংবাদিক তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছে বলে সাক্ষাতকারে জানিয়েছেন আপ প্রধান।
কেজরিওয়াল জানান ‘ডিডিসিএ-তে আর্থিক অনিয়মের পাশাপাশি সেক্স র্যাকেট সহ বেশকিছু অন্যায় কাজকর্ম চলতো’। প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে তাঁর বার্তা ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে অর্থমন্ত্রী অরুন জেটলিকে বাঁচাতে ডিডিসিএ তদন্ত বাতিল করেন কি না’।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন