পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) সন্দেহে ভারতীয় বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রঞ্জিত নামে ওই কর্মকর্তা পাঞ্জাবের ভাতিন্ডাতে বিমান বাহিনীর হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কয়েকদিন আগেই তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।
সোমবার রঞ্জিতকে আটক করে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা। এরপর মঙ্গলবার তাঁকে দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
বিমানবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘ভারতের কেরলের বাসিন্দা রঞ্জিতকে সোমবার আটক করার পর ট্রানজিট রিমান্ডে তাঁকে দিল্লি নিয়ে আসা হয়। এরপর মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়’।
বাহিনীর অন্য আরেক কর্মকর্তা জানান, ‘রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ, গোপনে ই-মেলের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্কিত বেশ কিছু গোপন নথি পাচার করেছিল আইএসআইকে’। একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালানোরও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অপরিচিত নারীর সঙ্গেও রঞ্জিতের বেশ ঘনিষ্ঠতা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব