সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করতে গতকাল দেশটিতে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত তিনবার দেশটি সফর করছেন তিনি। সিরিয়া পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানী রিয়াদে রাজা সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে জ্বালানি খাতে সৌদি আরবের কাছ থেকে আরো ঘনিষ্ঠ সহযোগিতা পাওয়া এরদোগানের এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য। সফরের আগে এরদোগান দাবি করেন, তার সরকার ও সৌদি আরব সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সংকটের শুরু থেকেই আঙ্কারা ও রিয়াদ কাজ করে আসছে; তা সত্ত্বেও এরদোগান এ দাবি করলেন। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা বছরের পর বছর ধরে যে সহিংসতা চালাচ্ছে তার প্রতি সৌদি আরব এবং তুরস্ক- দু দেশেরই সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।
বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো বেশি গভীর হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে দু'দেশই সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে সমর্থন করে। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতি এরদোগানের সমর্থন থাকায় আগের বাদশাহ আবদুল্লাহর সময় তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছিল।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ