না ফেরার দেশে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই)-এ সিনিয়র নেতা অর্ধেন্দু ভূষণ বর্ধন।
আজ শনিবার রাত ৮.২০ মিনিটে দিল্লির জে.বি.পন্থ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ বামপন্থী নেতা। গত ৭ ডিসেম্বর প্যারালিটিক স্ট্রোকে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালের চিকিৎসক ড. বিনোদ মৃত্যুর কথা ঘোষণা করে বলেন, ‘আমাদের চিকিৎসক দল আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারে নি। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল’।
১৯২৪ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন বর্ধন। ১৯৫৭ সালে মহারাষ্ট্র থেকে স্বতন্ত্র প্রার্থী (নির্দল) হয়ে এমএলএ নির্বাচিত হন। ৯০-এর দশকে দিল্লির রাজনীতিতে প্রবেশ করেন। এবং সিপিআই-এর ডেপুটি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৯৬ সালে দলের ইন্দ্রজিৎ গুপ্তের মৃত্যুর পর দলের সর্বভারতীয় সাধারন সম্পাদকের পদে বসেন তিনি। ভারতে বামপন্থীদের শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ ছিলেন বর্ধন। অল ইন্ডিয়া ট্রেন ইউনিয়ন কংগ্রেসের সাধারন সম্পাদক পদেও নির্বাচিত হন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, জনতা দল ইউনাইটেড প্রধান শরদ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায় সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন