ভারতের পাঠানকোট বিমানঘাটির হামলায় পাকিস্তানের কেউ জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসলামাবাদ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিশ্চয়তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
শ্রীলংকা সফররত নওয়াজ শরীফ কলম্বো থেকে টেলিফোন সংলাপের সময় এ নিশ্চয়তা দেন। ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে এটি জানানো হয়েছে। কিন্তু নওয়াজের দফতর থেকে দেয়া এ সংক্রান্ত বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
নওয়াজের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'পাঠানকোটে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার যে সব সূত্র ও তথ্য দিয়েছে পাকিস্তান সরকার তার ভিত্তিতে কাজ করছে। পাকিস্তান সরকার এ বিষয়ে তদন্ত করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ