সাবেক কেজিবি এজেন্ট আলেকজান্ডার লিতভিনেনকোকে হত্যার লক্ষ্যে রুশ একটি গোয়েন্দা অপারেশনকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত অনুমোদন দিয়েছেন বলে ব্রিটেনের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। সিনিয়র জাজ রবার্ট ওয়েনের নেতৃত্বে তদন্তটি করা হয়। খবর রয়টার্সের
পুতিনের কঠোর সমালোচক ৪৩ বছর বয়সী লিতভিনেনকো ২০০৬ সালে লন্ডনের একটি হোটেলে মারা যান। বিরল তেজস্ক্রিয় অাইসোটোপ পোলোনিয়াম-২১০ মিশ্রিত সবুজ চা পান করার পরই তার মৃত্যু হয় বলে ধারণা করা হয়। হত্যার ছয় বছর আগে তিনি রাশিয়া ত্যাগ করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুতিন ও সাবেক কেজিবি চর আলেকজান্ডারের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল এবং পুতিনের প্রশাসনের সদস্যদের তাকে হত্যার উদ্দেশ্য ছিল। তবে পুতিনের দফতর ক্রেমলিন থেকে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।
কেজিবি দেহরক্ষী থেকে অাইনপ্রণেতা হওয়া আন্দ্রে লোগোভয় ও তার স্বদেশি দিমিত্রি কভতুন আলেকজান্ডারের চায়ের সঙ্গে উক্ত উপাদান মিশিয়েছিলেন বলে ওই তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়। তবে এ দুজনও তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখান করেছেন।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ