ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ভারতীয়দেরকে বন্য মানুষ বলে মনে করতেন বলে ব্রিটিশ পত্রিকা 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
১৯৪৩ সালে ভারতে বাংলাভাষী অধ্যুষিত অঞ্চলে দুর্ভিক্ষের সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, তিনি ভারতীয়দের ঘৃণা করেন। তারা বন্য মানুষ এবং বন্য ধর্মে বিশ্বাসী। খরগোশের মতো জন্মহারের কারণেই এমন দুর্ভিক্ষ হয়েছে বলে দাবি করেছেন চার্চিল।
১৯৪৩ সালের দুর্ভিক্ষে ৪০ লাখ বাংলাভাষী মারা যায়। অথচ ওই সময় ভারত থেকে খাবার নেওয়া হয়েছে ব্রিটিশ সৈন্যদের জন্য এবং খাবার রপ্তানি হয়েছে গ্রিসে।
পত্রিকাটি লিখেছে, ব্রিটিশ শাসনকালে ভারতের কয়েকটি দুর্ভিক্ষে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি ৯০ লাখ মানুষ মারা যায়। খাদ্যের অভাবে এসব দুর্ভিক্ষের সময় লাখ লাখ টন গম ভারত থেকে ব্রিটেনে নিয়েছে ব্রিটিশরা।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ