মিশরের সিনাই উপত্যকায় এক বোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ নিরাপত্তা বাহিনীর সদস্য।
শুক্রবার সিনাই উপত্যকার উত্তর সিনাই প্রদেশে আরিশ শহরে একটি স্কুল কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
সশস্ত্র একটি গাড়িতে করে হামলাকারীরা স্কুল চত্বরের সামনে এসে বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে সূত্রটি।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করে নেয়নি। সরকারের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন