আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আংকারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে আবার তলব করেছে তুরস্ক। তুর্কি সরকারের দাবি, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে রাশিয়ার একটি এসইউ-৩৪ বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। রাডার থেকে সতর্কবার্তা দেয়ার পরও রুশ বিমান তা অমান্য করেছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে। খবর আল জাজিরার
আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা কোথায় ঘটেছে তা বলেনি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্ক রাশিয়াকে উত্তেজনা বাড়ানোর জন্য অভিযুক্ত করে বলেছে, এর ভয়াবহ পরিণতির জন্য মস্কো দায়ী থাকবে।
বিবৃতিতে তুরস্ক বলে, 'আমরা আবারো জোর দিয়ে বলছি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ভয়াবহ পরিণতির জন্য সম্পূর্ণভাবে রাশিয়া ফেডারেশনকে দায়ী থাকতে হবে।'
তবে তুরস্কের এ দাবির বিষয়ে রাশিয়া এখনো কিছু বলেনি। গত ২৪ নভেম্বর তুরস্ক আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করে। ওই ঘটনার পর থেকে দুদেশের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ