দক্ষিণ চীন সাগরের চীনের দাবিকৃত একটি দ্বীপের কাছে ফের অপারেশন চালিয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি গাইডেড ডিস্ট্রয়ার [যুদ্ধজাহাজ]। সাগরটিতে চলাচলের স্বাধীনতা সীমাবদ্ধ রাখতে চীনসহ কয়েকটি দেশের প্রচেষ্টার প্রতি চ্যালেঞ্জ জানাতেই গতকাল এ অপারেশন চালানো হয় বলে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়। খবর রয়টার্সের
পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস এ বিষয়ে বলেন, 'দক্ষিণ চীন সাগরে অান্তর্জাতিক নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা সীমাবদ্ধ রাখতে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের প্রচেষ্টার প্রতি চ্যালেঞ্জ হিসেবেই আমাদের অপারেশন চালানো হয়।'
বিতর্কিত প্যারাসল দ্বীপপুঞ্জের মালিকানা দীর্ঘদিন ধরে দাবি করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এশিয়ান জায়ান্ট চীন। দ্বীপপুঞ্জটির ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন রণতরী 'ইউএসএস কারটিস উইলবার' গতকাল এ অপারেশন চালায়। এ সময় চীনা মিলিটারির কোনো জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজটির কাছাকাছি দেখা যায়নি বলেও জানিয়েছেন মি. ডেভিস।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ