যুক্তরাষ্ট্রের ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় দুই মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যকার জনুপ্রিয়তার পার্থক্য ক্রমেই কমে আসছে। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে প্রথম ভোট [ককাস]। এদিন আইওয়া রাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট দল থেকে কে কে মনোনয়ন পাচ্ছেন এ লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হবে। এ ভোট সামনে রেখেই একটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। খবর আইএএনএস'র
জরিপে দেখা যায়, ককাসে সম্ভাব্য ডেমোক্রেট ভোটারের মধ্যে ৪৫ শতাংশ হিলারিকে সমর্থন করেন। অার বার্নি স্যান্ডার্সকে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রাথী হিসেবে সমর্থন করেন ৪২ শতাংশ ভোটার। অর্থাৎ ডেমোক্রেট দলীয় এ দুই প্রার্থীর মধ্যকার পার্থক্য এখন মাত্র ৩ পয়েন্ট। চলতি মাসের ২৬ থেকে ২৯ জানুয়ারি সময়ের মধ্যে জরিপটি চালায় দ্য ডেস মোয়ান্স রেজিস্টার ও ব্লুমবার্গ পলিটিক্স।
অথচ চলতি মাসের মাঝামাঝি সিএনএন/ওআরসি পরিচালিত দেশব্যাপী অপর এক জরিপে হিলারির জনপ্রিয়তা ছিল ৫৯ শতাংশ। আর বার্নি স্যান্ডার্সের তা ছিল ২৬ শতাংশ। অর্থাৎ ওই জরিপে তাদের মধ্যকার পার্থক্য ছিল ৩৩ শতাংশ। সময় যত যাচ্ছে এ পার্থক্য ততই কমছে।
এদিকে, আইওয়া ককাস সামনে রেখে একই জরিপে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প তার লিড বজায় রেখেছেন। আইওয়ায় দলীয় বিতর্কে অংশ না নিলেও ককাসে দলীয় সমর্থকদের মধ্যে তার সমর্থন এখন ২৮ শতাংশ। আর টেক্সাস সিনেটর টেড ক্রাজের জনপ্রিয়তা ২৩ শতাংশ ও ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিওকে সমর্থন করেন ১৫ শতাংশ রিপাবলিকান ভোটার।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ