যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে করে সিরিয়ার আলেপ্পো ছেড়ে পালাচ্ছে হাজারও মানুষ। বৃহস্পতিবার থেকে বহু সংখ্যক মানুষকে পূর্ব আলেপ্পো থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যায়।
সাধারণ লোকজনকে উদ্ধারের জন্য গ্রামে গ্রামে পৌঁছে গেছে ২৯টি বাস ও অ্যাম্বুলেন্স। কেউ কেউ আবার শহর ছাড়তে নিজেদের গাড়িও ব্যবহার করছেন। এই খবর জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।
একদিকে বিদ্রোহী গ্রুপ অন্যদিকে সরকারের অনুগত বাহিনী, ইরানের মদদপুষ্ট যোদ্ধা ও রাশিয়ার বিমান হামলায় দিশেহারা আলেপ্পোর সাধারণ মানুষ মুক্তির প্রহর গুণছিল। বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে সহায়তার জন্য শুক্রবার ১০টি অ্যাম্বুলেন্স ও ১০০ জন স্বেচ্ছাসেবক পাঠিয়েছে রেডক্রস।
বিডি প্রতিদিন/এ মজুমদার