ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম- এমন শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার রয়েছে বলে তথ্য দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা।
উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের নিশানায় ন্যাটো জোটের দেশগুলোর পাশাপাশি ইউরোপও রয়েছে। অতীতে যতদূর ভাবা হয়েছিল, তার চেয়ে বেশি ভয়ংকর পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র। সিউলে 'দ্য ডেইলি স্টার অনলাইন'-এর সাথে আলাপকালে এ কথা বলেন সিউলের উত্তর কোরিয়া সংক্রান্ত পারমাণবিক ব্যুরোর ডিরেক্টর জেনারেল লি সাং-হা।
জানা যায়, উত্তর কোরিয়ার কেএন-০৮ ক্ষেপণাস্ত্র ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। যা পুরো ইউরোপের আওতায় পড়েছে এবং এ পরমাণু ক্ষেপণাস্ত্রের আরো উন্নয়নের কাজ করছে উত্তর কোরিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার